ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

হেলে পড়েছে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া সেই এফ আর টাওয়ার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ৩১ ১৫:২৯:৩২
হেলে পড়েছে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া সেই এফ আর টাওয়ার

একইসঙ্গে এগুলো ঠিক করতে অন্তত ১৫০ দিনের মতো সময় লাগবে বলেও জানান তিনি। আজ ৩১ মার্চ রবিবার সকালে ওই টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। কেবলমাত্র একটি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো সংশোধন ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না।’

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের এই অধ্যাপক বলেন, ‘বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। এই ভবন সংস্কারে কমপক্ষে তিন মাস লাগবে।’

এদিকে জানা গেছে, তদন্ত টিমটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও সচিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন। তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে