ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাসা বা অফিসে জামাতের নামাজে কি আজান দেয়া লাগবে

২০১৯ মার্চ ২১ ২১:০৯:১৪
বাসা বা অফিসে জামাতের নামাজে কি আজান দেয়া লাগবে

আলাদা আজান দেয়া লাগবে না। তবে জামাতে নামাজের জন্য ইকামত দিতে হবে।

মুসলিম শরিফের ৫৩৪নং হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আসওয়াদ ও আলকামা রহ থেকে বর্ণিত, তারা বলেন, আমরা হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর ঘরে এলাম।

তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পেছনের লোকজন কি নামাজ আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, তাহলে দাঁড়াও, নামাজ আদায় কর। তখন তিনি আমাদেরকে আজান ও ইকামতের নির্দেশ দেননি।

এতে বোঝা গেল, ঘরে বা অন্য কোথায়ও জামাতে নামাজ আদায় করলে আজান দেয়া লাগে না।ইকামত দিতে হয়। তবে যেখানে মসজিদের আজান শোনা যায় না সেখানে আজান দেয়াটাই উত্তম।

উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মাদ শোয়াইব, সহকারী মুফতি, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।

[ইসলাম ও জীবন সম্পর্কিত যেকোনো প্রশ্ন আপনিও আমাদের করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে