ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

উদ্ধার অভিযান সমাপ্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২১ ১৪:৫৭:২৭
উদ্ধার অভিযান সমাপ্ত

এর আগে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। এর মধ্যে ৬৭ লাশ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরাও একই হিসাব দিয়েছেন। তবে তারা বলছেন কয়েকটি লাশ খণ্ড খণ্ড হয়ে যাওয়ায় লাশের সংখ্যা ৭০টি বলা হচ্ছে।

একটি সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর লাশগুলোর ময়না তদন্ত শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২৮ জনের লাশ শনাক্ত হয়েছে।

এছাড়া কিছু মরদেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় অনেককে শনাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। তিনি জানিয়েছেন, এসব মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে