ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ফেসবুক স্ট্যাটাসে চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন সাব্বির-মোস্তাফিজ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২১ ১৪:৩২:১৮
ফেসবুক স্ট্যাটাসে চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন সাব্বির-মোস্তাফিজ

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট এগার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। চকবাজারের ভয়াবহ এ অগ্নিকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান ও বোলার মোস্তাফিজুর রহমানের।

অগ্নিকাণ্ডের ঘটনায় এই হার্ডহিটার বলেন, অনেক মানুষ মারা গেছে। খুব খারাপ লাগছে! অনেকে হাসপাতালে ভর্তি আছেন। দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন।

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার খোঁজখবর নিয়েছেন মোস্তাফিজ। দুঃসংবাদটা শোনার পর শোকে আচ্ছন্ন তিনি। কাটার মাস্টার বলেন, সংবাদটা শোনার পর থেকে খুব খারাপ লাগছে। অনেক মানুষ মারা গেছে! মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতাবস্থায় যারা হাসপাতালে, দোয়া করি তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। সৃষ্টিকর্তা যেন আমাদের এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে