ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোটি টাকার গাড়ির দাম লাখ টাকা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১৪:১৮:৩৫
কোটি টাকার গাড়ির দাম লাখ টাকা

গত সোমবার কাস্টমস কর্তৃপক্ষের প্রকাশিত নিলামে সর্বোচ্চ দরদাতার চূড়ান্ত তালিকায় দেখা গেছে এসব বিলাসবহুল গাড়ির দর পড়েছে লাখ টাকা। দৈনিক প্রথম আলোর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত নিলামে ১১১টি গাড়ি তোলা হলেও ৪৫টি গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছেন দরদাতারা। নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে জার্মানির তৈরি বিএমডব্লিউ ব্র্যান্ডের এক্স-৫ স্পোর্টস মডেলের একটি গাড়ির।

বিএমডব্লিউ ব্র্যান্ডের এই গাড়ির জন্য ৭০ লাখ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েছেন এক ব্যক্তি। এ ছাড়া যুক্তরাজ্যের তৈরি প্রায় ১২ বছরের পুরোনো কালো রঙের রেঞ্জ রোভার স্পোর্টস ভি-৮ মডেলের ল্যান্ড রোভারের দর পড়েছে ২১ লাখ ৫ হাজার টাকা।

যুক্তরাজ্যের ল্যান্ড রোভার ব্র্যান্ডের দুটি গাড়ির দর পড়েছে ১৯ লাখ থেকে ২১ লাখ টাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের তিনটি গাড়ির দর পড়েছে ২১ লাখ থেকে ৩৫ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের তৈরি ফোর্ড ব্র্যান্ডের তিনটি গাড়ির দর পড়েছে ৯ থেকে ১০ লাখ টাকা।

জাপানের লেক্সাস ব্র্যান্ডের পাঁচটি গাড়ির দর পড়েছে সাড়ে ৬ লাখ থেকে ৩৬ লাখ টাকা। জার্মানির মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের নয়টি গাড়ির দর ২ লাখ থেকে ৩৬ লাখ টাকা। জাপানের মিতসুবিশি সোগান ব্র্যান্ডের ছয়টি গাড়ি ৭ থেকে ২৬ লাখ টাকায় কেনার দর দিয়েছেন ক্রেতারা।

যুক্তরাজ্যের তৈরি জাগুয়ার ব্র্যান্ডের তিনটি গাড়ির দর পড়েছে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা। সবচেয়ে কম দর পড়েছে ভক্সওয়াগন ব্র্যান্ডের একটি গাড়ির। এই গাড়ির সর্বোচ্চ দর পড়েছে দেড় লাখ টাকা।

কাস্টমসের নিলাম শাখার উপকমিশনার তপন চন্দ্র দে বলেন, ‘নিলামে সর্বোচ্চ দরদাতাদের তালিকা যাচাই-বাছাই করে কোন গাড়িটি বিক্রির অনুমোদন দেওয়া হবে আর কোনটি দেওয়া হবে না তা ঠিক করবে কমিটি। যেসব গাড়ি বিক্রির অনুমোদন দেওয়া হবে না সেগুলো আবারও নিলামে তুলে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।’

২০১৪ সালে কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ির শুধু শুল্ক-কর নির্ধারণ করেছিল সিলিন্ডার ক্যাপাসিটি ভেদে দুই থেকে সাড়ে পাঁচ কোটি টাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে