ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

অভিযানে দু’একটা ভুল হতেই পারে: কাদের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১৪:৫৫:৫৬
অভিযানে দু’একটা ভুল হতেই পারে: কাদের

টেকনাফে মাদকবিরোধী অভিযানে যুবলীগ নেতা কাউন্সিলর একরামের ক্রসফায়ার বিতর্ক চলমান মাদকবিরোধী অভিযানকে প্রশ্নের মুখোমুখি করল কিনা সাংবাদিকরা মন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দেন।

জবাবে তিনি বলেন, ‘মোটেও না। এ ধরনের অভিযানে দু’একটা ভুল হতেই পারে। আমি জানি, খতিয়ে দেখার আগে কোনো নিরীহ শিকার হচ্ছেন কিনা তা বলা ঠিক হবে না। বিষয়টা তদন্তের পর বের হয়ে আসবে। তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘একরাম আমাদের পার্টির কর্মী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। এরপর আমার মনে হয় কিছু বলা উচিত নয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এ অভিযানে যদি কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, তাহলে অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে যারা এ অভিযানের সঙ্গে জড়িত তাদেরও রেহাই দেয়া হবে, তা মনে করার কোনো কারণ নেই। আমি নিজেও একটা অনুষ্ঠানে বলেছি— কোনো নিরীহ মানুষ, যে মাদকের সঙ্গে জড়িত নন, তাকে লিস্টেড করে, তার সঙ্গে বন্দুকযুদ্ধ এ বিষয়টাতো আমরা আগেভাগেই পরিষ্কার করে বলেছি।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘টেকনাফে অভ্যন্তরীণ কোন্দলের আলামত আমরা পায়নি। যেটা হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কি তিনি ভিকটিম হয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো নিরীহ ব্যক্তি হামলার শিকার হন, তাতে সরকার কোনো প্রকারের ছাড় দেবে না।’

তিনি বলেন, ‘এখানে আতঙ্ক হবে কেন? আমরা সত্যের পথে আছি। অন্যায় হলে তার বিচার করা হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ ধরনের একটা বড় কাজ, যা দেশের সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে। এখন একটি মতলবি মহল এর বিরোধিতা করছে স্রেফ রাজনৈতিক কারণে। রাজনৈতিক বিরোধিতার খাতিরেই বিরোধিতা হচ্ছে। সরকারের প্রতিপক্ষরাই বিরোধিতা করছে। কিন্তু, যাদের জন্য অভিযান, তারা খুবই খুশি।’

তিনি বলেন, ‘সুনামির মত মাদক দেশে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থায় শুধুমাত্র মৌখিক প্রচারণায় মাদকের স্রোত থামানো যাচ্ছে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ কিন্তু মাদকবিরোধী অভিযান, এর বিরুদ্ধে সামাজিক জনমত গড়ে তোলার কথা বলেনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা সমালোচনা করে এ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা কিন্তু মাদক নিয়ে একটা কথাও উচ্চারণ করেননি। রাজনীতি ছাড়া এদেশে আমাদের আর কিছু বলার নাই? তরুণ সমাজ মাদকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা কি কিছুই বলব না? এটা কোন রাজনীতি? যে রাজনীতি শুধু প্রতিপক্ষকে গালিগালাজ করে, প্রতিপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। অথচ সমাজে যে বিদ্বেষ ছড়িয়ে পডছে, বাতাস, পানি দূষিত হচ্ছে, এর বিরুদ্ধে বলে না। রাজনীতিবিদরা রাজনীতি করে মানুষের জন্য।’

বেসরকারি প্রতিষ্ঠান র‍্যাংগস গ্রুপের উদ্যোগে রাজধানীতে ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস নামানো হয়েছে। এ বাসটি রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, র‍্যাংগস মোটরের ম্যানেজিং ডিরেক্টর সোহান রউফ চৌধুরী প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে