ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

এক নজরে দেখেনিন আইপিএলের ১০ দলের রিটেন করা ক্রিকেটারের তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ৩১ ১৯:১৩:০১
এক নজরে দেখেনিন আইপিএলের ১০ দলের রিটেন করা ক্রিকেটারের তালিকা

আজ বিকেলে আইপিএলের দশটি দল তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। কালীপুজোর এই দিনে বেশ কিছু খেলোয়াড়ের জন্য রিটেনশনের আলো জ্বলে উঠেছে, যা গত কয়েক মাসের জল্পনায় ইতি টেনেছে। এখানে দশটি দলের রিটেনড খেলোয়াড় এবং তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা এক নজরে:

রাজস্থান কাকে সবথেকে বেশি টাকা দিল:

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মতোই ছয়জনকে রিটেন করে ফেলল রাজস্থান রয়্যালস। ১৮ কোটি টাকা করে পেলেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। ১৪ কোটি টাকা করে পেলেন রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল। ১১ কোটি টাকা দেওয়া হচ্ছে শিমরন হেতমায়ারকে।

পঞ্জাব কিংস কাকে কাকে রাখল:

দু'জনই আনক্যাপড ভারতীয়কে রাখল পঞ্জাব কিংস। শশাঙ্ক সিংকে ৫.৫ কোটি টাকায় রাখল। আর প্রভসিমরন সিংকে চার কোটি টাকায় রাখল। যে দলের হেড কোচ হয়েছেন রিকি পন্টিং।

SRH কাকে কাকে রাখল:

প্যাট কামিন্স (১৮ কোটি টাকা), অভিষেক শর্মা (১৪ কোটি টাকা), নীতীশকুমার রেড্ডি (৬ কোটি টাকা), হেনরিখ ক্লাসেন (২৩ কোটি টাকা) এবং ট্র্যাভিস হেডকে (১৪ কোটি টাকা) রাখল সানরাইজার্স হায়দরাবাদ। সবথেকে বেশি টাকা দেওয়া হল হেনরিখ। আইপিএলে যে খেলোয়াড়দের রিটেন করা হয়েছে, তাঁদের মধ্যে সবথেকে বেশি টাকা পেলেন ক্লাসেনই।

রাহুল থাকলেন না, LSG কাদের রিটেন করল:

পাঁচজনকে রিটেন করল লখনউ সুপার জায়ান্টস। সবথেকে বেশি টাকা পাচ্ছেন নিকোলাস পুরান। ২১ কোটি টাকা দেওয়া হল। ১১ কোটি টাকা করে পেলেন রবি বিষ্ণোই এবং মায়াঙ্ক যাদব। চার কোটি টাকা করে পেলেন মহসিন খান এবং আয়ূষ বাদোনি। কেএল রাহুলকে রিটেন করা হয়নি।

পন্ত নেই, আর কাদের রিটেন করল DC:

প্রত্যাশা মতোই ঋষভ পন্ত থাকলেন না দিল্লি ক্যাপিটালসে। তিনি আইপিএলের নিলামে থাকছেন। চারজনকে রিটেন করল দিল্লি ক্যাপিটালস। সবথেকে বেশি ১৬.৫ কোটি টাকা পেলেন অক্ষর প্যাটেল। কুলদীপ যাদব ১৩.২৫ কোটি টাকা, ত্রিস্তান স্টাবস ১০ কোটি টাকা এবং অভিষেক পোড়েল চার কোটি টাকা পেলেন। অভিষেক পোড়েল আনক্যাপড খেলোয়াড়।

RCB কাকে কাকে রিটেন করল:

কোনও বিদেশিকে রিটেন করল না রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিকে সর্বোচ্চ ২১ কোটি টাকা দিল। রজত পতিদারকে দিল ১১ কোটি টাকা। যশ দয়াল পেলেন পাঁচ কোটি টাকা। অর্থাৎ নিলামে বেশি টাকা নিয়ে যাবে আরসিবি।

CSK কাকে কাকে রিটেন করল:

প্রত্যাশিতভাবেই পাঁচজনকে রিটেন করল চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রাখা হয়েছে।

হার্দিকই থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন:

হার্দিক পান্ডিয়াই ক্যাপ্টেন থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ বা সূর্যকুমার যাদব নন, হার্দিককেই ক্যাপ্টেন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত ভারতের একদিনের দল এবং টেস্ট দলের অধিনায়কত্ব করবেন। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন সূর্য।

পুরোপুরি চমক দিল KKR!:কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পুরোপুরি চমক দিল। ছয়জনকেই রিটেন করল। অর্থাৎ আইপিএলের মেগা নিলামে কোনও আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে না কেকেআর। রাখল ছয়জনকে - রিঙ্কু সিং (১৩ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), হর্ষিত রানা (৪ কোটি টাকা) এবং রামনদীপ সিং (৪ কোটি টাকা)।

গুজরাত দলে কারা:

পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখল গুজরাত। গত বারের অধিনায়ক শুভমন গিল দলে রয়েছেন। সেই সঙ্গে রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে ধরে রাখল তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে