ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিপিএল নিলাম থেকে শক্তিশালী দল গড়ার পর যা বললেন শাকিব খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১৪ ১৮:৩৬:৫৯
বিপিএল নিলাম থেকে শক্তিশালী দল গড়ার পর যা বললেন শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়ানোর আগে প্লেয়ার্স ড্রাফটের আয়োজন সম্পন্ন হয়েছে আজ (সোমবার)। এবারের ড্রাফটে বিশেষ চমক হিসেবে যোগ দিয়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। তিনি ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন নিজের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যানের মাধ্যমে।

শাকিব খান শুধু একজন অভিনেতাই নন, এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিক হয়ে ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হলেন। তার উপস্থিতি ড্রাফটের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। ঢাকা ক্যাপিটালসের হয়ে শাকিব খান দল গঠনের দিকে গুরুত্ব দেন, যেখানে স্থানীয় ও বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়ান তারা।

পরে নিজ দল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে বলেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। আমরা এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।'

‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দলও সাজাতে পেরেছি। আশাকরি নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত আমার মনে হয় আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’-আরও যোগ করেন শাকিব।

প্লেয়ার্স ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। আর বিদেশি ক্রিকেটারের সংখ্যাটা ছিল আরও বেশি। মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটার এই আসরে খেলার আগ্রহ দেখান। এর মধ্যে থেকে নিজেদের পছন্দমতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঢাকা ক্যাপিটালদেশি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে