ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

সাকিবের দেশে আসা ও দেশত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১৩ ১৬:৪৭:৫৯
সাকিবের দেশে আসা ও দেশত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আগে আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শনের সময় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে সাকিব আল হাসানের দেশে আসা কিংবা বিপিএলে খেলা শেষে দেশত্যাগ নিয়ে প্রশ্ন করা হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পুরো বিষয়টি নিয়ে নিজের অভিমত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’

বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে হয়েছে গ্রাফিতি এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ক্রিকেট দলেরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা জায়গা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা অন্য বিতর্ক।’

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা দল। এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তবে আরও বেশি তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে সাকিব আল হাসানের জন্য। সাকিব জানিয়েছেন, তিনি ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে চান। এটি হবে তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

তবে, সাকিবের দেশে ফেরা এবং টেস্ট সিরিজে অংশগ্রহণ নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের মন্তব্য অনুযায়ী, সাকিবের দেশে আসার বিষয়টি আপাতত আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। সম্ভবত সাকিবের কিছু আইনি বিষয় রয়েছে যা তার দেশে ফেরার আগে সমাধান করতে হবে।

এছাড়া, সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই টেস্টের এই সিরিজ সাকিবের বিদায় অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যদি তিনি খেলতে পারেন। সাকিবের টেস্ট ফরম্যাটে বিদায় নেওয়ার ইচ্ছা তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের এক আবেগময় অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে