ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অবশেষে সাকিবের সাথে দ্বন্দ্ব নিয়ে কথা বললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৯ ১৮:২৫:০৮
অবশেষে সাকিবের সাথে দ্বন্দ্ব নিয়ে কথা বললেন তামিম

বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং মাঠের বাইরেও তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে, যা এখন দেশের ক্রিকেট অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে—কেউ তামিমের পক্ষে, আবার কেউ সাকিবের। এই দ্বন্দ্ব বাংলাদেশ ক্রিকেটের ভেতরে-বাইরে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং সমর্থকরাও দু'ভাগে বিভক্ত হয়ে গেছেন।

তবে তামিম ইকবালের মতে, তাদের সম্পর্কটা যদি এখনো ঠিকঠাক থাকত, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও উপকৃত হতো।

চলমান বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্য দিতে ভারত সফরে গেছেন তামিম। এসময় ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলেছেন তামিম।

গণমাধ্যমটির সঙ্গে খোলামেলা আলোচনায় তামিম জানিয়েছেন, যেকোনো সম্পর্কে উত্থান-পতন থাকবেই। তবে, যখন দেশের বিষয় সামনে আসবে তখন পরিস্থিতি বদলে যায়।

সাবেক এই অধিনায়কের ভাষায়, ‘সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কারণে যেন অন্য কারও ক্ষতি না হয়। আমরা দুজনই (সাকিবসহ) দেশের জন্য খেলেছি। কখনোই তাকে নিয়ে গণমাধ্যম বা অন্য কোথাও আপত্তিকর কিছু বলিনি, তাকে দোষ দেইনি।’

সতীর্থ সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, সাকিব দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কিংবা খারাপ যেমনই থাকুক, তাকে এড়িয়ে যেতে পারবেন না। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’

তামিম ইকবাল এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেননি, তবে তার অনুপস্থিতিতেই সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সাকিবের বিদায়ী টেস্ট ম্যাচে তামিম তার পুরোনো সতীর্থ হিসেবে মাঠে না থাকলেও, তিনি সেই ম্যাচে ছিলেন ধারাভাষ্যকারের ভূমিকায়। ক্রিকেট মাঠের বদলে এখন আন্তর্জাতিক মঞ্চে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে দেশসেরা এই ওপেনারকে।

বর্তমানে তামিম ইকবাল বাংলাদেশ-ভারত সিরিজের ধারাভাষ্যকার হিসেবে ভারতে অবস্থান করছেন। মাঠে তার ব্যাটিং না দেখা গেলেও, ক্রিকেটীয় বিশ্লেষণে নতুন ভূমিকায় তিনি দর্শকদের মনোযোগ কাড়ছেন। তার ভক্তরা যখন মাঠে ফেরার অপেক্ষায়, ততদিন তামিমের ধারাভাষ্য তাদের নতুনভাবে মুগ্ধ করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে