ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৯ ১৫:৩৭:৫০
প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল

সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন। এই গুজব ফেসবুকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এবং অনেকে এ নিয়ে পোস্ট দিচ্ছেন। তবে, এ ধরনের গুজবের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পাল্টা পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি তার পোস্টে এসব গুজবের কোনো ভিত্তি নেই বলে জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন।

বুধবার (৯ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে দেয়া ওই পোস্টে তিনি রসিকতা করে লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স: চালাই দেন।’

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে নানা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতভর ছড়ানো গুজব উড়িয়ে দিতেই আসিফ মাহমুদ পোস্টটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ