ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাংলাদেশকে চরম আপমান করে মন্তব্য করলো আরপি সিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৯ ১৫:০৫:৫৭
বাংলাদেশকে চরম আপমান করে মন্তব্য করলো আরপি সিং

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বড় জয় পাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও ভারত তাদের আধিপত্য বজায় রেখেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। ম্যাচে হার্দিক পান্ডিয়া দারুণ এক ইনিংস খেললেও ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিং (আরপি সিং) তার এই পারফরম্যান্সকে তেমন গুরুত্ব দিচ্ছেন না।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা চলছেই। চেন্নাই থেকে কানপুর হয়ে গোয়ালিয়র—প্রতিটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০ ওভার পর্যন্ত টিকে থাকতে পারেনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর দল ১৯.৫ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিং সহায়ক উইকেটে ১২৮ রানের লক্ষ্য ভারত ৪৯ বল বাকি থাকতে এবং সাত উইকেট হাতে রেখে অনায়াসে পেরিয়ে যায়।

আরপি সিংয়ের মতে, এই ধরনের সহজ জয়কে তেমন বড় অর্জন হিসেবে দেখা উচিত নয়, কারণ বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল না।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে কোনো খেলোয়াড়ের ফর্ম বিবেচনা করা ঠিক না। যেভাবে তারা খেলছে, সেটা সর্বোচ্চ পর্যায়ের মতো নয়।’

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে হার্দিকের ‘নো লুক শট’ ভাইরাল হয়েছে। তাসকিন আহমেদের বলকে বিশেষ ভঙ্গিমায় আলতো করে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে চার মারেন হার্দিক। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি যে পিছনে ঘুরে তাকানোরও প্রয়োজন মনে করেননি।

১৬ বলে ৩৯ রানের হার্দিকের সেই বিধ্বংসী ইনিংস নিয়ে আরপি সিং বলেন, ‘হার্দিক দারুণ খেলেছে। এমন ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে। তবে এমন দলের বিপক্ষে পারফরম্যান্সকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কোনো ভালো দল বা ভালো প্রতিযোগিতায় এমনটা করা যেত।’

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৫ বারের দেখায় বাংলাদেশ জিতেছে কেবল একটি ম্যাচ। বাকি ১৪ ম্যাচের মধ্যে সবগুলোই জিতেছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয় আসে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে