ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

৬০ বলে ১৪৫ রান:সাকিব বনাম ম্যাথিউসের লড়াই, জয় পেল যে ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ১৩:৩৬:৫০
৬০ বলে ১৪৫ রান:সাকিব বনাম ম্যাথিউসের লড়াই, জয় পেল যে ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-১০ লিগে সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে লস অ্যাঞ্জেলস ওয়েভসের বিপক্ষে লড়াই করেও জয়বঞ্চিত থাকতে হলো আটলান্টা কিংসকে। শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলস সহজেই জয় তুলে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে ম্যাথুসের ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে ১৪৫ রানের বিশাল পুঁজি গড়ে আটলান্টা কিংস। ম্যাথুসের ইনিংসটি ছিল চার-ছক্কার ঝড়ো প্রদর্শনী—৫টি চার ও ৮টি ছক্কা মেরে তিনি দলকে বড় সংগ্রহ এনে দেন। সাকিবের এক ওভারে ম্যাথুস টানা তিনটি ছক্কা ও এক চারে ২২ রান তোলেন। সাকিব অবশ্য ৩ ওভারে ৪৪ রানে একটি উইকেট তুলে নেন।

এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লস অ্যাঞ্জেলস ওয়েভসের ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স দেখান। ওপেনিং জুটিতে আসে ৫১ রান, যা দলকে জয়ের পথে স্থাপন করে। এরপর অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে জয়ের কাজ সহজ হয়। রসিংটন ১৮ বলে ৫২ রান ও ডেভিড ১৯ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচ নিশ্চিত করেন।

১২ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় সাকিবের লস অ্যাঞ্জেলস। সাকিবের নেতৃত্বে এটি দলের প্রথম জয়, যা তাদের আত্মবিশ্বাসের বড় উৎস হিসেবে কাজ করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে