ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

IPL 2025 Auction: রিশাদ হোসেনকে ২ কোটিতে দলে ভোড়ালো যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ০৫:৫৩:৩৪
IPL 2025 Auction: রিশাদ হোসেনকে ২ কোটিতে দলে ভোড়ালো যে দল

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে। অর্থের ঝনঝনানি পাশাপাশি বিশ্বের সেরা ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে অংশ নিতে হলে কিংবা কোন দলে জায়গা পেতে হলে স্বাভাবিক ভাবেই ক্রিকেটারকে নিজের সর্বোচ্চটা দিতে হয়।

বাংলাদেশ থেকে দারুন সম্ভাবনা রয়েছে আগামী আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারের সুযোগ পাওয়ার। সেখানে অন্যতম নাম রিশাদ হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার। শুধু বোলিং নয় ব্যাটিংয়েও শেষ অংশে ইনিংসটাকে বড় করতে পারেন।

যেমনটা গোয়ালিয়র ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেখিয়েছেন। যেখানে বাংলাদেশের আসা যাওয়ার মধ্যে ছিলেন সেখানে শেষ অংশে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের তো বটেই ভারতের অনেক ক্রিকেটার এর থেকেও ভালো স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন।

১টি চার ও ১টি ছক্কা সাহায্যে ৫ বলে ১১ রান করেন তিনি। ইনিংসটি আতি ছোট মনে হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক কার্যকারি। আবার বল হাতে নিজের প্রথম দুই ওভারে ৭ রান দেন। তবে নিজের শেষ ‍ওভারে এসে মার খান। শেষ পর্যন্ত তিন ওভার বল করে ২৪ রান দেন তিনি।

তবে দিন শেষে আইপিএলের বেশ কয়েকটি ফ্র‌্যাঞ্চাইজির নজরে চলে এসেছেন তিনি এমনটাই জানিয়েছে ভারতীয় মিডিয়া। কেননা লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটা করতে পারায় রিশাদের চাহিদাটা বেড়েছে। যেমনটা আফগানিস্তানের তারক রশিদ খানের চাহিদা রয়েছে।

দুর্দান্ত লেগ স্পিনার পাশাপাশি শেষ অংশে ব্যাটিংয়েও কার্যকরী হতে পারলে রিশাদ হোসেনকে আইপিএলের নিলাম থেকে দলে ভেড়ানোর জন্য উঠেপড়ে লাগবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। চমৎকার লেগস্পিনে নাস্তানাবুদ করার পাশাপাশি ব্যাটিংয়ে শেষ অংশে চার-ছক্কার ঝড় দলগুলোর কাছে আকর্ষণীয় করে তুলবে।

ভারতীয় মিডিয়ার দাবি রিশাদকে দলে নিতে বিট করতে পারে বেশ কয়েকটি ফ্র‌্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইর্ডার্স, মুম্বাই ইন্ডিয়ান্সসহ আরও বেশ কয়েকটি দল। রিশাদকে দলে ভেড়াতে দুই কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি আছে দল গুলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে