ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিয়ে করে ইতিহাস গড়লেন রশিদ খান ও তার ৩ ভাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৪ ১৪:১৮:০৭
বিয়ে করে ইতিহাস গড়লেন রশিদ খান ও তার ৩ ভাই

আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ২৬ বছর বয়সী এই লেগ স্পিনার গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। রশিদ খান তার ক্যারিশম্যাটিক ক্রিকেট প্রতিভার জন্য বিশ্বজুড়ে পরিচিত, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, এবং তার বিয়ে অনেক ভক্তের কাছেই ছিল এক চমকপ্রদ খবর।

রশিদ খানের ব্যক্তিগত জীবন সাধারণত মিডিয়ার আলো থেকে দূরে থাকে, তাই তার বিয়ের খবর ক্রিকেট মহলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে উত্তেজনার সৃষ্টি করে।

তবে তিনি একা নন; একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই। তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে সারেন একসাথে।

বিয়েতে উপস্বিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ও বোর্ডের কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন; মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার সতীর্থরা। মোহাম্মদ নবী লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন।

তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’ আরেক সতীর্থ ওমরজাই লিখেন, বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে