ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

অবশেষে সাকিবের বিষয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডা: মুহাম্মদ ইউনূস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০১ ২১:৪০:০২
অবশেষে সাকিবের বিষয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডা: মুহাম্মদ ইউনূস

সাকিব আল হাসানের ক্রিকেট অবদান অস্বীকার করা যায় না—এমনটাই মনে করেন ডা. মোহাম্মদ ইউনুস। যদিও ব্যক্তি সাকিবকে তিনি পছন্দ করেন না, তবু সাকিবের খেলা এবং দেশের জন্য তাঁর অর্জনগুলোকে তিনি অত্যন্ত মূল্যবান বলে বিবেচনা করেন। সম্প্রতি সাকিবের কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা এবং সমালোচনা হলেও, ডা. ইউনুস মনে করেন, সাকিবের মতো একজন প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত, কারণ তাঁর ভুল সিদ্ধান্ত নিলেও, দেশকে এত বড় শাস্তি দিয়ে তাঁর মতো সম্পদকে হারানো উচিত নয়।

ডা. ইউনুসের মতে, সাকিবের রাজনৈতিক সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে, কিন্তু এতে করে তাঁকে এমন শাস্তি দেওয়ার প্রয়োজন নেই যা দেশের জন্য ক্ষতিকর। তিনি আরও যোগ করেন, “আমরা একটা রত্ন হারাতে যাচ্ছি, রত্নকে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করতে হবে।”

ডা: ইউনুস বলেন, “সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে! বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে! তাঁরা আমাদের দেশের সম্পদ! ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি। তাই বলে ক্রিকেটে তাঁর অবদানকে অস্বীকার করা যায় না!অল্প বয়সে এত খ্যাতি, সে তো রক্তে মাংসে গড়া একজন মানুষ! ভুল করতেই পারে!কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করবো না? রাজনীতিতে আসা তাঁর ভুল সিদ্ধান্ত হতেই পারে তাই বলে এত বড় শাস্তি। এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে? আমরা একটা রত্ন হারাচ্ছি - রত্ন তো একটা পাথরই! তাঁর থেকে আমরা আবেগ কেন চাইবো! রত্নকে আমরা কাজে লাগাবো।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে