ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সুজনের পদত্যাগ নিয়ে প্রতিবাদি পোস্ট করে যার ভয়ে ডিলিট করলেন সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ১২ ১৫:১৭:৩৫
সুজনের পদত্যাগ নিয়ে প্রতিবাদি পোস্ট করে যার ভয়ে ডিলিট করলেন সাইফউদ্দিন

খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগটি বাংলাদেশের ক্রিকেটে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে এসেছে। সুজন বিগত এক যুগ ধরে বিসিবির অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন এবং তার পদত্যাগে অনেকেই বিস্মিত হয়েছেন।

এদিকে, জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সুজনের বিদায়ের খবরে ফেসবুকে একটি আবেগি পোস্ট দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পর সেটি মুছে ফেলেন। পোস্টে সাইফউদ্দিন লিখেছিলেন যে, সুজনই সত্যিকারের বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য চিন্তা করতেন এবং তার প্রশংসা করতে গিয়ে কিছুটা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছিলেন।

সাইফউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘সত্যিকারের বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যদি বোর্ডে কেউ একজন চিন্তা ভাবনা করত সেই এই মানুষটি। অনেকে হয়তোবা বলবে আমি দালালি করতেছি জান ক্রিকেট বোর্ডের সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্তরে কর্মচারী সবাই এই লোকটার প্রশংসাই করবে। বাংলাদেশে গুণী মানুষদের কদর নেই আবারও প্রমাণ হলো। আমার ক্রিকেটের শুরুটা আপনার হাত দিয়ে শুরু হয়েছে শেষটাও আপনার হাত দিয়ে শেষ করতে চাই।”

এছাড়া, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর বিসিবির বিভিন্ন সদস্যের পদত্যাগ এবং পরিবর্তন ঘটেছে। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পদত্যাগ করেছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাও পদত্যাগ করেছেন, তবে নাজমুল হাসান পরিচালকের পদ ধরে রেখেছেন।

সুজন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট অপারেশনস কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের সঙ্গেও তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, যেমন টিম ডিরেক্টর, কোচ এবং ম্যানেজার। তার পদত্যাগের পর, নতুন বোর্ড প্রধানের অধীনে কী ধরনের পরিবর্তন আসবে তা এখনো স্পষ্ট নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে