ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মা হলেন বিনোদনের রাজকুমারী দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৪:৫৩:৩১
মা হলেন বিনোদনের রাজকুমারী দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি, আজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যা তাঁদের এবং তাঁদের ভক্তদের জন্য এক অসাধারণ মুহূর্ত। এই সুখবরটি মুম্বাইয়ের এক হাসপাতালে এসেছে, যেখানে দীপিকা সম্প্রতি ভর্তি হয়েছিলেন। যদিও তারা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, বলিউডের মিডিয়া এবং ভক্তদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা এবং আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।

ফেব্রুয়ারি মাসে, দীপিকা পাড়ুকোন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন। সেই পোস্টটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর সেপ্টেম্বর মাসে তিনি জানিয়েছিলেন যে খুব শীঘ্রই মা হবেন। এর কিছুদিন পরেই দীপিকা এবং রণবীর এক ফটোশুটে অংশ নেন, যেখানে দীপিকার বেবি বাম্পের ছবি দেখা গিয়েছিল। এই ফটোশুটটি তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থার আরও আনন্দঘন মুহূর্তকে প্রকাশ করে। এই দম্পতির প্রথম পরিচয় হয় সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা *‘গোলিও কি রাসলীলা রামলীলা’* (২০১৩)-এর সেটে। সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের মধ্যে রসায়ন তৈরি হয়। এরপর *‘বাজিরাও মাস্তানি’* এবং *‘পদ্মাবত’* ছবিতে একসঙ্গে কাজ করে তাঁরা নিজেদের জুটি হিসেবে বলিউডে জনপ্রিয় করেন। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর তাঁরা ২০১৮ সালে ইতালিতে এক গ্র্যান্ড বিয়েতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এই বিয়ে বলিউডে এক বড় ইভেন্ট হিসেবে চিহ্নিত হয়। মাতৃত্বকালীন সময়েও দীপিকা কাজ চালিয়ে গেছেন। অন্তঃসত্ত্বা থাকার সময় তিনি *‘কল্কি ২৮৯৮ এডি’* ছবিতে অভিনয় করেছেন, যা একটি বহুল আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা। যদিও সন্তান জন্মের পর দীপিকা কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন, তবে ভক্তরা তাঁর কাজে ফিরে আসার অপেক্ষায় আছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, মা হওয়ার পর কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে পুরোপুরি পরিবারে মনোযোগ দেবেন। তবে ২০২৫ সালে তিনি পুনরায় শুটিংয়ে ফিরতে পারেন বলে জানিয়েছেন।

এই নতুন যাত্রা দীপিকা ও রণবীরের জন্য এক বিশেষ অধ্যায়, যা তাঁদের পেশাদার ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে