ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হেড-মার্শ ঝড়ে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া, জিতলো ৫৮ বলে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৪ ২২:১৩:১৮
হেড-মার্শ ঝড়ে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া, জিতলো ৫৮ বলে

স্কটল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য মাত্র ৫৮ বলে ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। সঙ্গে গড়েছে একাধিক রেকর্ডও। আর ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ১৭ বলে যৌথ দ্রুততম ফিফটি করেন ট্রাভিস হেড। এর আগে ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে ফিফটি করেছিলেন মার্কাস স্টয়নিস। ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে অভিষিক্ত জ্যাক ফ্রেজার ম্যাগার্ক বিদায় নেন। এর পর মিচেল মার্শের সঙ্গে ৩৪ বলে গড়া ঝড়ো জুটিতে টি-টোয়েন্টি পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ১১৩ রানের রেকর্ডও গড়ে অস্ট্রেলিয়া। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন প্রোটিয়ারা।

আজ ২৫ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন হেড। চার মারেন ১২টি, ছক্কা হাঁকান ৫টি। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছ্ক্কায় ১২ বলে ৩৯ রান। জশ ইঙ্গলিস অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রানে।

এর আগে এডিনবার্গের গ্রাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শন অ্যাবটের ৩, জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পার ২ শিকারে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। জর্জ মানসি ২৮, ম্যাথিউ ক্রস ২৭ ও রিচি বেরিংটন ২৩ রান করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে