ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

প্রধান বিচারপতিকে ভয়াবহ হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ, তোলপাড় সারা দেশে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১০ ১২:৩৩:১৯
প্রধান বিচারপতিকে ভয়াবহ হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ, তোলপাড় সারা দেশে

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর দায়িত্ব পেয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি প্রধান বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ ও তাঁর ডাকা ফুলকোর্ট সভা স্থগিত করতে বলেছেন। আজ শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপরপই বিচারপতিকে পদত্যাগের হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে বলেন, পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনোপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। তিনি বলেন, অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে