ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

ছাত্রদের পাশে না দাঁড়ানোই সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ০৭ ১৫:১৩:০৩
ছাত্রদের পাশে না দাঁড়ানোই সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম

দেশের চলমান কোটা আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর কেটে গেছে ৪৮ ঘন্টার বেশি সময়। এখনো অন্তর্বতীকালীন সরকারের ঘোষণা আসেনি। চলমান ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন যারা তার মধ্যে সাকিব ও মাশরাফি অন্যতম।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত সাকিব আল হাসান। তবে দেশেই ছিলেন মাশরাফি বিন মূর্তজা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য করেননি মাশরাফি। আর এই কারণে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষেভকারীরা।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি সাকিব বা তার পরিবারের। কিন্তু চলমান ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করাই তার ভক্ত ও ছাত্রছাত্রীরা তাকে সমালোচনায় বিদ্ধ করছেন। এবার এই নিয়ে মুখ খুলেছেন দেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, “সাকিবের সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর। কিন্তু কেন হয়নি সেটা ও-ই ভালো জানে আমি তো বলতে পারব না। তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের রিয়্যাকশনটা খুব স্বাভাবিক। তারা আশা করেছিল কিছু না কিছু একটা সাকিবের থেকে তাদের কাছে আসবে”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে