ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে বৈঠক বসেছেন ছাত্ররা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ০৬ ২০:০৫:৩৬
অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে বৈঠক বসেছেন ছাত্ররা

দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশকে অনেক কিছু দিয়েও অবশেষে একনায়কের তকমা নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। চলমান ছাত্র ও গণ–আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এতে শেষ হলো প্রায় ১৬ বছরের শাসন ক্ষমতা। তার পতনের কারণ হিসেবে দেখা হচ্ছে একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাসকে। ইতিমধ্যে দেশ ছেড়েছে অনেক এমপি মন্ত্রিরা।

বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয় বলে প্রথম আলোকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যপক তানজীমউদ্দীন।

আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে জানিয়েছে মো. নাহিদ ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে