ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

দাম বাড়ছে যেসব কোমল পানীয়র

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৬ ১৬:৪৫:৩৪
দাম বাড়ছে যেসব কোমল পানীয়র

আগামী অর্থবছরের (২০২৪-২৫) প্রস্তাবিত বাজেটে কার্বোনেটেড বেভারেজের ওপর কর আরোপ বৃদ্ধির ফলে কোক, স্প্রাইট ও পেপসিসহ কোমল পানীয়র দাম বাড়বে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়, পরে ঐ প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এটি অর্থমন্ত্রী আবুল হাসানের প্রথম ও স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। নানা সংকটের মধ্যেও নতুন অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। এজন্য এবারের বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’।

এবারের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এ বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে