ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অবশেষে হাথুরুসিংহের কথা মেনে নিলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৭ ১৩:৪৮:২২
অবশেষে হাথুরুসিংহের কথা মেনে নিলেন তামিম

চলছে ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ(ডিপিএল)। ডিপিএলে এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তামিম ইকবাল। বিপিএলে দূদার্ন্ত খেলে নিজ দলকে শিরোপা এনে দিলেও ডিপিএলের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না দেশ ওপেনার তামিম ইকবালের।

কিছুদিন আগেই নতুন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার কথা বলেছিলেন বাংলাদেশের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল চলাকালে তার সেই মন্তব্য বেশ সাড়া ফেলেছিল ক্রিকেট মহলে। এবার সেই একই মন্তব্য করলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ডিপিএল চলাকালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এক ভিডিওবার্তায় নতুন এক টুর্নামেন্টের কথা শোনা গেল তামিমের মুখ থেকে।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ক্রিকেটাররা ঘরোয়া পর্যায়ে খেলছেন একদিনের ফরম্যাটে। তামিম তাই চাইছেন নতুন কিছু। তবে সেটাঢ় জন্য ডিপিএলকেও ছেঁটে ফেলতে নারাজ তিনি, ‘যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয় তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে।’

ডিপিএলকে বাংলাদেশের ঐতিহ্য উল্লেখ করে তামিমের মন্তব্য ‘৫০ ওভারের টুর্নামেন্ট এটা বাংলাদেশের ইতিহাস। ডিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আমার মনে হয় না এটাকে পরিবর্তন করা উচিত। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকে তাহলে আলাদা টুর্নামেন্ট করতে পারেন।’

এবারের ডিপিএলে থাকছেন না কোনো বিদেশী ক্রিকেটার। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেন তামিম। তার মতে এরই সুবাদে নতুন ক্রিকেটার উঠে আসার সম্ভাবনাই বাড়ছে, ‘আমার কাছে মনে হয় এটা ইতিবাচক দিক। বিদেশি না খেলা মানে ১২ টা স্থানীয় ক্রিকেটার সুযোগ পাওয়া, ১২টা দলে। নিয়মটা যদি একটা থাকে তাহলে ভালো। এবছর বিদেশি না পরের বছর আবার বিদেশি তাহলে একটু কনফিউজিং। কিন্তু ক্রিকেট বোর্ড বা সিসিডিএম যেটাই সিদ্ধান্ত নেয় একটা নিয়ম থাকলে ভালো।’

প্রাইম ব্যাংক এবারের ডিপিএলে ভাল শুরু করলেও তামিম নিজে বড় স্কোর করতে পারেননি। তবে দেশসেরা এই ওপেনার জানালেন, নিজের ব্যাটিং নিয়ে তিনি সন্তুষ্ট, ‘মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে