ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তামিম-সাকিবের রেকর্ডের দিন শেষ, ট্রিপল সেঞ্চুরির বাংলাদেশ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৫:০১:২৮
তামিম-সাকিবের রেকর্ডের দিন শেষ, ট্রিপল সেঞ্চুরির বাংলাদেশ!

ক্রিকেটে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার।

রাজশাহীর শহীদ আহমেদ কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রো তাদের সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে অল আউট হয়। সর্বোচ্চ ৪ উইকেট নেন বিকেএসপি অধিনায়ক তাফসির আরাফাত। এছাড়া তিনটি উইকেট নেন ফারহান শেহরিয়ার।

রিফাতের ট্রিপল সেঞ্চুরিতে বিকেএসপির প্রথম ইনিংস ৫৪৯ রানে থামে। বয়সের পর্যায়ে শীর্ষ ক্রিকেটার হিসেবে ৬৫০ মিনিট ব্যাট করার পর ৩২০ রানে অপরাজিত থাকেন রিফাত। তার ইনিংসে ছিল ২৯ টি চার ও ৪ টি ছক্কা। রিফাতের ব্যাটের সুবাদে প্রথম ইনিংস শেষে বিকেএসপি ৪০৬ রানের বিশাল লিড নেয়।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রো কোনো উইকেট না হারিয়ে ৮১ রান করেছে। তারা এখনো পিছিয়ে আছে ৩২৪ রানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে