ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসালেন উইলিয়ামসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৯ ২৩:১৯:০৯
বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসালেন উইলিয়ামসন

বলতে গেলে একাই লড়েছেন। কেন উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান বাংলাদেশের বোলারদের বিপক্ষে দাঁড়াতে পারেননি। উইলিয়ামসনের ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি সত্ত্বেও কিউই দল এখনও টাইগারদের পিছনে রয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৬ রান করে। তারা এখনও ৪৪ রানে পিছিয়ে। ক্রিজে নেই কোনো স্বীকৃত ব্যাটসম্যান।

সারাদিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ চাপে রাখেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। তিনি একাই ৮৯ রানে ৪ উইকেট নেন।

নিজে সেঞ্চুরি পেলেও বাংলাদেশের বোলাররা কঠিন এক দিন উপহার দিয়েছে, স্বীকার করেছেন উইলিয়ামসন। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘তারা এই কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই জানে। তারা একদম ঠিকঠাক ছিল। অনেক ধরনের সম্ভাবনা তৈরি করছিল। অসাধারণ ছিল সবাই। আমাদের সামনে অনেক প্রশ্নও তৈরি করেছে তারা। পৃথিবীর এই প্রান্তে এসে কীভাবে ভালো করতে হয়, সেটি শিখেয়েছে আমাদের।’

কিউইদের হাতে আছে মাত্র ২ উইকেট। ব্যাটিংয়ে থাকা কাইল জেমিসন আর টিম সাউদি-দুজনই মূলত বোলার। ৪৪ রানে পিছিয়ে থাকা কিউইরা কি পারবে লিড নিতে? উইলিয়ামসন কিছু রানের আশা করছেন এখনও।

তিনি বলেন, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমার মনে হয় ব্যাটাররা তাদের মেলে ধরার চেষ্টা করেছে। একসঙ্গে গড়েছে ভালো কিছু জুটিও। আমাদের দুটি উইকেট আছে হাতে। আরও কিছু রান করতে পারলে ভালো হয়, আর এরপর আমরা সুযোগ পাবো বল করার। পিচে পরিবর্তনের (স্পিনারদের জন্য ভালো) ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আগামী কয়েকদিনে আরও ভাঙবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে