ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাস নিয়ে দারুন সুখবরঃ ৭দিনেই হবে করোনামুক্ত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১১ ১২:৩৮:৫১
করোনা ভাইরাস নিয়ে দারুন সুখবরঃ ৭দিনেই হবে করোনামুক্ত

ট্রিপল ড্রাগ থেরাপি কার্যকর প্রমাণিত হলে করোনা মহামারী অনেকটাই ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হংকংয়ের গবেষকরা ১২৭ জন করোনা আক্রান্তের মাঝে ট্রিপল এন্টিভাইরাল ওষুধ প্রয়োগ করেন। মূলত এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত আইওপিনাভির-রিটোনাভির, হেপাটাইটিস ড্রাগ রিবাভিরিন ও স্ক্লেরোরিসের চিকিৎসায় ইন্টারফেরোন বেটার সমন্বয়ে বানানো এন্টিভাইরাল ককটেল প্রয়োগ করেন।

কেবল আইওপিনাভির ও রিটোনেভির নেয়া রোগীদের শরীর থেকে ১২ দিনের মাথায় করোনা গায়েব হলেও এন্টিভাইরাল ককটেলে মাত্র সাতদিনেই করোনা ধংস সম্ভব বলে দাবি করা হয়।

চিকিৎসকরা জানান, ট্রিপল ড্রাগ থেরাপি' নেয়া রোগীরা চারদিনের মাথায় সুস্থ বোধ করেন। এ পদ্ধতিতে মৃদু ও মাঝারি উপসর্গের রোগীরা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ৭দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এই ককটেল এন্টিভাইরালসে উপসর্গ থেকে মুক্তির পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি কমাতে সাহায্য করবেন বলে জানান গবেষক কুয়োক ইয়ুং উয়েন।

প্রাথমিক পরীক্ষায় ট্রিপল অ্যান্টিভাইরাল থেরাপিকে নিরাপদ উল্লেখ করা হয়েছে। এটি আইওপিনেভির ও রিটোনেভিরের তুলনায় মৃদু ও মাঝারি কোভিড- নাইন্টিন রোগীদের উপসর্গ দ্রুত দূর ও ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করতে পারে বলেও জানানো হয়। বিশ্বব্যাপী এটি কার্যকর প্রমাণিত হলে মহামারী থেকে পৃথিবীকে নতুন পথ দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাধীন গবেষকরা হংকংয়ের এই গবেষণার সঙ্গে একমত পোষণ করলেও বৃহৎ পরিসরে আরও গবেষণার প্রয়োজন বলে মত দেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে