ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

গত ২৪ ঘণ্টায় সৌদিতে করোনার নতুন রেকর্ড, জেনে নিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১০ ২৩:০৬:০৮
গত ২৪ ঘণ্টায় সৌদিতে করোনার নতুন রেকর্ড, জেনে নিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

আজকে সৌদি আরবের যে সমস্ত অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছে তাঁর একটি তালিকা নীচে দেওয়া হলঃ-

রিয়াদ ৩৬৩ মক্কা ৪৩৮ মদিনা ২৪৮ জেদ্দা ৩৭৪ দাম্মাম ১০৪ জুবাইল ৩০ হুফুফ ৭২ তায়েফ ২৮ কুনফুদা ৫৪ হাদ্দা ৪০ আল খারজ ৪ বেইশ ২০ ইয়ানবু ১৪ আল মাজমাহ্ ১৩ সাবিয়া ৯ দাহরান ৮ আবহা ৪ দিরিয়াহ্ ৪ আলফারা ভ্যালি ৪ আল গুরিয়াত ৫ তাবুক ৮ মাহাইল ৭ আল খোবার ৬ সাফওয়া ৯ আল মাজাদারাহ্ ২ রাফাহ্ ৩ আল মাজদারাহ্ ৩ খাফজি ৪ বুরাইদা ৪ হাইল ২ আল দেলিম ৩ হুত্তাত আল তামিম ৩ আল কুয়াইজিয়াহ্ ২ খামিস মোসায়েত ২ হাফার আল বাতেন ২ আল বাহা ২ কাতিফ ১৬

এ ছাড়া কারাহ্,আল কুরাই,নাজরান,আক মুজাইলিফ,খুলাইছ,বেলজুরশি,লায়লা,ধুমা,জেদিদা আরআর,তাবারজাল এ ১ জন করে নতুন করোনা রো’গী সনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়।

সৌদি সরকার হুকুম প্রদান করেছে যে প্রবাসী বাংলাদেশীদের কেউ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলে তাঁকে সৌদিতেই বাধ্যতামূলক দা’ফন করতে হবে।

সেই অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন প্রবাসী মারা গেলে সেই লাশ দেশে ফেরত পাঠানো হবে না।

ঐ দিকে আজ (১০ মে) থেকে মদিনার কিছু সড়কে মানুষের চলাফেরায় শিথিলতা এনেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মদিনার আল শুরাবাইত, বানী ধাফার, কুরবান, আল জুমাহ, বানী খাদরাহ এবং আল ইসকান সড়কের অং’শবি’শেষে চলাফে’রায় শিথি’লতা এনেছে সৌদি সরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে