ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

আবারও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১০ ১৭:৪৪:২৮
আবারও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকেরা জানায়, সদর উপজেলার বিসিক শিল্প এলাকার ফাহিম অ্যাপারেলস পোশাক কারখানায় ১০০ থেকে ১২০ জন শ্রমিক কাজ করেন। করোনার কারণে গত ২৫ মার্চ কারাখানা বন্ধ হয় যা এখন পর্যন্ত খুলেনি। উৎপাদনভিত্তিক কিছু শ্রমিকের বেতন পরিশোধ করলেও এখনো অর্ধেকের বেশি শ্রমিকের বেতন পরিশোধ করা হয়নি।

শ্রমিকের বেতন কবে পরিশোধ করা হবে সে ব্যাপারেও কিছু জানায়নি কর্তৃপক্ষ। যার ফলে আন্দোলনে নেমেছে তারা।

এ প্রসঙ্গে কারখানার শ্রমিক শাকিল বলেন, ‘দুই মাস ধরে বেতন পাই না। ঘর ভাড়া, দোকান বাকি কোনো কিছুই দিতে পারছি না। উল্টো ঋণ করে সংসার চলাতে হচ্ছে। তাছাড়া এখন নতুন করে কোনো কারখানায় কাজও পাচ্ছি না। আমরা কীভাবে চলব। তাই অবিলম্বে আমাদের বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।’

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ এ ব্যাপারে বলেন, ‘দুই মাসের নয়, এক মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা করছেন। এ আশ্বাসে শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে