ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

যে কারনে গ্রেফতার হল সৌদির প্রয়াত বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১০ ১০:৫৩:০৯
যে কারনে গ্রেফতার হল সৌদির প্রয়াত বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল

রাজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এইচআরডব্লিউ শনিবার জানায়, রাজধানী রিয়াদের উত্তর-পূর্বে একটি পারিবারিক ভবনে করোনাভাই’রাস মহামা’রির কারণে সেল্ফ আইসোলেশনে ছিলেন প্রিন্স ফয়সাল। গত ২৭ মার্চ সেখান থেকে তাকে গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহি’নী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতি’বেদনে বলা হচ্ছে, ২০১৭ সালেও তথাক’থিত দুর্নীতিবিরো’ধী অভিযানের সময় রিয়াদের একটি বিলাসবহুল হোটেল থেকে ফয়সাল গ্রেফতার হন। পরে অবশ্য সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক এই প্রধানকে ছেড়ে দেওয়া হয়।

হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়ে সৌদি কর্তৃপক্ষের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়’নি। গত মার্চে সৌদির ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নি’র্দেশে রাজ পরিবারের জ্যেষ্ঠ সদ’স্য ও নিরা’পত্তা বাহি’নীর সদ’স্যদের বিরু’দ্ধে ব্যা’পক ধ’রপা’কড় অ’ভিযান শুরু হয়।

যুবরাজ সালমানের এই ধ’রপাক’ড় অভি’যানে কিছুদিন আগে সৌদি রাজপরিবারের প্রভা’বশা’লী সদ’স্য ও বাদশাহ সালমানের সবচেয়ে ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ এবং সাবেক ক্রাউন প্রিন্স ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকেও গ্রে’ফতার করা হয়।

পর্যবে’ক্ষক’রা বলছেন, বাবা সৌদি বাদশাহ সালমানের মৃ’ত্যুর পর ক্ষ’মতার পথ ক’ণ্ট’কমু’ক্ত কর’তে যুবরাজ ক্রাউন প্রিন্স সালমান এই অ’ভিযান শুরু করেছেন। তিনি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই দ’ফায় দ’ফায় এই গ্রে’ফতার ও দ’মনাভি’যান চলছেই।

২০১৮ সালে সৌদি রাজত’ন্ত্রের সমা’লোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশো’গি হ’ত্যাসহ শত শত মানবাধিকা’রক’র্মী ছাড়াও রাজপরিবারের সদস্যদের গ্রে’ফতার করা হয়েছে তার নির্দে’শে। এ নিয়ে বিশ্বজু’ড়ে ক্রাউন প্রিন্স সালমানের বিরু’দ্ধে মান’বাধিকার ল’ঙ্ঘ’নের অভি’যোগে জো’রা’লো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে