ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

নিজের তৈরি ‘করোনা ওষুধ’ খেয়ে ফার্মাসিস্টের মৃত্যু

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৯ ১৬:৪২:০৯
নিজের তৈরি ‘করোনা ওষুধ’ খেয়ে ফার্মাসিস্টের মৃত্যু

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। মৃত সিভানেসন (৪৭) একজন ফার্মাসিস্ট ছিলেন। মৃত সিভানেসন সুজাতা বায়োটেক নামে একটি সংস্থার জেনারেল ম্য়ানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ওই সংস্থার বেশ কিছু পণ্য স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয়। গত বৃহস্পতিবার নিজের তৈরি করোনার ওষুধ নিজের ওপর প্রয়োগ করেন সিভানেসন। ওষুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পুলিশ বলছে, সুজাতা বায়োটেকের মালিক ডাক্তার রাজ কুমারের বাসভবনে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফার্মাসিস্ট সিভানেসেনের সঙ্গে ওষুধ তৈরির কাজে ওই চিকিৎসক জড়িত কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

জানা গেছে, দীর্ঘ কয়েক দশক ধরে সুজাতা বায়োটেক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সিভানেসন। ওই সংস্থার উত্তরাখণ্ডে একটি ওষুধ তৈরির কারখানা আছে। সেখানে তিনি ২০ বছর কাজ করেছেন।

পরে চেন্নাই ফিরে এসে ওই সংস্থায় যোগ দেন। গত বৃহস্পতিবার সংস্থার মালিকের বাড়িতে নিজের তৈরি করোনার ওষুধ খেয়ে প্রথমে অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ায় সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় এই তরুণ ফার্মাসিস্টের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে