ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ঈদের আগে গণপরিবহন চালু নিয়ে যা বললেন শ্রমিক ফেডারেশন সভাপতি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৯ ১২:৩৮:৩৬
ঈদের আগে গণপরিবহন চালু নিয়ে যা বললেন শ্রমিক ফেডারেশন সভাপতি

শুক্রবার (০৮ মে) দুপুরে গাবতলীতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার অর্থ জেলা প্রশাসকের কাছে আবেদন করে এখনো শ্রমিকরা পাননি বলেও জানানো হয়।

জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, 'করোনাকালীন দীর্ঘ সময় ধরে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থায় লাখ লাখ পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে। এই সংকটকালীন সরকার কর্তৃক শ্রমিকদের জন্য প্রণোদনা এবং ত্রাণ যথাযথ শ্রমিকদের মাঝে যেন দ্রুত সুষ্ঠুভাবে বণ্টন করা হয়। আর যদি সম্ভব না হয় এমন অবস্থায় এসব শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগেই সীমিত আকারে কিছু কিছু অঞ্চলে গণপরিবহন চালুর অনুরোধ জানাচ্ছি।'

পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধেরও দাবি জানানো হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে