যুক্তরাষ্ট্রের সেই কথার দাঁত ভাঙ্গা জবাব দিলেন চীন
![যুক্তরাষ্ট্রের সেই কথার দাঁত ভাঙ্গা জবাব দিলেন চীন](https://www.24updatenews.com/thum/article_images/2020/05/06/cin-hu.jpg&w=315&h=195)
চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন মার্কিন নেতারা। চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন। গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, উহানের ভাইরাস গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তাৎপর্যপূর্ণ প্রমাণ রয়েছে তাদের কাছে।
বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘আমার বিশ্বাস এই বিষয়টি বিজ্ঞানী ও চিকিৎসা পেশাজীবীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। কারণ রাজনীতিবিদেরা নিজেদের অভ্যন্তরীণ স্বার্থে মিথ্যা বলে থাকে।’ তিনি বলেন, ‘মাইক পম্পেও বারবার একই কথা বলে যাচ্ছেন কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারছেন না। কিভাবে পারবেন? তার কাছে তো কোনও প্রমাণই নেই।’
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করেন নতুন করোনাভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। উহান শহরের একটি মাংসের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলে সন্দেহ করা হয়ে থাকে।
চীনের করোনাভাইরাস মহামারি ব্যবস্থাপনা নিয়ে ক্রমাগত সমালোচনা করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন চীনের ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে তিনি প্রমাণ দেখতে পেয়েছেন। উল্লেখ্য করোনার মহামারিতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
বেইজিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্র নিজে ভাইরাস মোকাবিলার ব্যর্থতা ঢাকতে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে মানুষের মনোযোগ ঘোরাতে চাইছে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে থামার আহ্বান জানাচ্ছি...। তাদের উচিত প্রথমে নিজেদের অভ্যন্তরীণ বিষয় দেখভাল করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রে এই মহামারি নিয়ন্ত্রণ ও মানুষের জীবন রক্ষা করা নিয়ে চিন্তা করা।’
এর আগে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বক্তব্যকে অনুমান নির্ভর আখ্যা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীনের গবেষণাগারে ভাইরাসটির উৎপত্তি হওয়ার কোনও প্রমাণ থাকলে তা সরবরাহের আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান। সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান অ্যান্থনি ফাউচিও বলেছেন, এখন পর্যন্ত পাওয়া যাওয়া সব প্রমাণেই ভাইরাসটি প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই ইঙ্গিত পাওয়া গেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ১৪৪ ধারা জারি
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যুক্ত হচ্ছে আরও ৪ ক্রিকেটার
- বাংলাদেশের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় নতুন বার্তা
- বিপিএল শেষ, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- ভিসা বন্ধ ঘোষণা
- লাখ টাকা পারিশ্রমিক নিলেন জেমি নিশাম
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ বনাম ভারত, দেখেনিন সূচি
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট