ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সাবধান সৌদিতে থাকা প্রবাসীরাঃ বেড়েই চলেছে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৬ ২৩:০৩:২১
সাবধান সৌদিতে থাকা প্রবাসীরাঃ বেড়েই চলেছে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা

দেশটির রাজধানী রিয়াদে অবস্থি’ত বাংলাদেশ দূ’তাবাস সূ’ত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টা’য় সৌদি আরবে আ’রো ৯ বাংলাদে’শির মৃ’ত্যু হয়েছে। অ’থচ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃ’ত্যু হ’য়েছে।

গত ২ মার্চ সৌদি আরবে ক’রোনার সংক্র’মণ শুরু হয় হয়েছে। এ নিয়ে দেশটিতে করো’নায় আ’ক্রান্ত হয়ে ৬৪ বাংলাদেশি প্রা’ণ হা’রিয়েছেন।বাংলাদেশ দূ’তাবা’সের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম নতুন করে ৯ জনের মৃ’ত্যুর বিষয়টি নি’শ্চিত করেছেন।

তিনি জা’নান, সৌদি আরবে যারা মা’রা গে’ছেন তাদের মধ্যে রিয়াদে ৯ জন এবং জেদ্দায় ৫৫ জন। সৌদি আরবে এ পর্যন্ত ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি আ’ক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫৯১ জন পুরুষ এবং ১২৬ জন নারী।

সৌদি স্বাস্থ্য ম’ন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৩০ হাজার ২৫১ জন করো’নায় আ’ক্রান্ত হ’য়েছেন। এর মধ্যে মা’রা গে’ছেন ২০০ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফি’রেছেন ৫ হাজার ৪৩১ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে