ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সদ্য পাওয়াঃ গাজীপুরে শ্রমিকদের জন্য দুঃসংবাদ, নমুনা দিয়ে কারখানায় যাওয়ার পরের দিন রিপোর্ট পজিটিভ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৬ ২২:৪০:১০
সদ্য পাওয়াঃ গাজীপুরে শ্রমিকদের জন্য দুঃসংবাদ, নমুনা দিয়ে কারখানায় যাওয়ার পরের দিন রিপোর্ট পজিটিভ

আক্রান্তদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামে। তারা প্রত্যেকেই গাজীপুরের বাইরে নিজ জেলায় নমুনা দিয়েছিলেন।

মঙ্গলবার (৫ মে) রাতেই গাজীপুর শিল্প পুলিশ একজনকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ (করোনা ডেডিকেটিভ) হাসপাতাল ও অন্যদের ভাড়া বাসায় চিকিৎসাধীন রাখা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সুশান্ত সরকার জানান, আক্রান্তরা গত কয়েকদিন ধরে কারখানায় কাজ করছিলেন। বুধবার (৬ মে) তাদের পোশাক কারখানায় যেতে দেওয়া হয়নি।

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সবাই বানিয়ারাচাল (শিরিরচালা) মোল্লাবাড়ি এলাকার শফিক মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কাউকান্দি গ্রামে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ওই ব্যক্তিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সুনামগঞ্জের প্রশাসন তাদের বাড়িতে না পেয়ে বিষয়টি গাজীপুর প্রশাসনকে অবগত করে। পরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী রাত ১১টার দিকে তাদের খুঁজে বের করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, আক্রান্তরা সবাই গাজীপুর থেকে গ্রামের বাড়িতে এলে স্থানীয়দের চাপে ২২ এপ্রিল তারা নমুনা দিয়ে যান। পরে সিলেটের ল্যাবে পরীক্ষা না হওয়ায় তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার (৫ মে) বিকালে তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাসে আক্রান্তদের অবস্থান নিশ্চিত করতে গেলে জানা যায় যে, তারা ২৬ এপ্রিল গাজীপুর চলে গেছেন এবং তাদের কর্মস্থল গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার লিথি গ্রুপের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে