ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

মসজিদে নামাজ চালু হলেও নিষিদ্ধ হল যে বিষয়টি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৬ ২২:৩১:৪৩
মসজিদে নামাজ চালু হলেও নিষিদ্ধ হল যে বিষয়টি

ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত পরিসরে মুসল্লিরা এখন থেকে মসজিদে ৫ ওয়াক্তের পাশাপাশি তারাবির নামাজও পড়তে পারবেন।

তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সাবধানতা মেনে চলার পরামর্শ দেয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জানানো হয়েছে, সাবধানতার জন্য কার্পেট বিছানো যাবে না মসজিদে। প্রতি ওয়াক্তের আগে অবশ্যই জীবাণুনাশক দ্বারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে মসজিদে।

এছাড়া, এক কাতারে নামাজে দাঁড়ানোর সময় তিন ফুট দূরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয় সরকারের তরফ থেকে। পাশাপাশি, সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে