ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

জেনে নিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ও প্রান হারালেন যত জন পুলিশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৬ ১৮:১৫:৪৭
জেনে নিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ও প্রান হারালেন যত জন পুলিশ

করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫) এবং পিওএমের এএসআই রঘুনাথ রায়।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে ১০৮৯ পুলিশ সদস্যকে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৬০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছেন। দায়িত্ব পালনের সময় তারা যেন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত করতে পারেন এ বিষয়ে আমরা তাদের সচেতন করেছি। তাদের মাস্ক ও হ্যান্ডগ্লাভস সরবরাহ করা হয়েছে। এ ছাড়া তারা যেসব অফিস ও ব্যারাকে থাকছেন, সেখানে আমরা পর্যাপ্ত জীবাণুনাশকের ব্যবহার করেছি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে