ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

৩ বছর পর ঢাকার বায়ুতে সুখবর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৬ ১৭:২১:০৯
৩ বছর পর ঢাকার বায়ুতে সুখবর

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই সফটওয়্যার এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে ঢাকার বায়ুমান ছিল ৪৮ একিউআই। এ সময় প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণা (PM2.5) এর পরিমাণ ছিল মাত্র ১১.২ মাইক্রোগ্রাম।

দেশের প্রতিদিনের বায়ুমান নিয়ে গবেষণা করছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটির তথ্যমতে বুধবার ভোরে ঢাকার বায়ুমান ছিল ১৭৬ একিউআই। সকালে বৃষ্টি হওয়ার পর যার বৈপ্লবিক পরিবর্তন আসে। বেলা ১১টার পর বায়ুমান পৌঁছে বছরের সর্বনিন্ম ৩৫ এককিউআইয়ে। এ সময় প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণার পরিমাণ ছিল মাত্র ৮.৫ মাইক্রোগ্রাম।

২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার বায়ুমান সর্বশেষ ১৩ একিউইআই ছিল বলেও জানায় বায়ুমান গবেষণা প্রতিষ্ঠানটি।

বায়ুমানের এমন পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বায়ুমান গবেষক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার সময় সংবাদকে বলেন, লকডাউনের পর থেকে বরাবরই ভালো অবস্থানে আছে সারা দেশের বায়ুমান। তবে যেমন পরিবর্তন আশা করা হয়েছিল তেমন পরিবর্তন হয়নি। যার জন্য আমরা আবর্জনা জ্বালানোকেই কারণ হিসেবে চিহ্নিত করেছি। আজ বৃষ্টির পরই বায়ুমানের এমন উন্নতি সেটাকে সত্য প্রমাণ করল।

প্রতিদিন রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সংগৃহীত আবর্জনা পোড়ায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। এছাড়া রাতে যানবাহনের যাতায়াত বেড়ে যাওয়ার কারণে এখনো রাতের বায়ুমান অস্বাস্থ্যকর মাত্রায় থাকে। এছাড়া সম্প্রতি কারখানা খোলার পর দূষণ বাড়লেও আজ বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে অনেক কারখানাও বন্ধ। তার ওপর বৃষ্টি সব মিলিয়েই বায়ুমান উন্নত হয়েছে বলে যুক্ত করেন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে