ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সাবধানঃ জেনে নিন শপিং মল থেকে যে ভাবে ছড়াতে পারে করোনা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৬ ১২:৫৫:৫৫
সাবধানঃ জেনে নিন শপিং মল থেকে যে ভাবে ছড়াতে পারে করোনা

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, সংক্রমিত একজনের সংস্পর্শে যতজন আসবেন ততজনই আক্রান্ত হবেন। লক্ষণ উপসর্গ ছাড়া কোভিড-19 আক্রান্ত একজন কোনও জনসমাবেশ, পোশাক কারখানা বা শপিং মলে গিয়ে যতজনের সংস্পর্শে আসবেন ততজনকেই সংক্রমিত করবেন।

করোনার এমন মহামারি পরিস্থিতিতে কেনাকাটা করার সময় সংক্রমণের ঝুঁকি রয়েছে অবশ্যই। জেনে নিন শপিং করতে গেলে যেভাবে করোনার বিস্তার ঘটাতে পারে।

* রিকশা, ট্যাক্সি ইত্যাদি যানবাহনের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। কারণ, আপনি যেটিতে চড়ে যাতায়াত করছেন সেটি কিছুক্ষণ আগে হয়তো কোনও কোভিড-19 আক্রান্ত রোগীকে বহন করেছে।

* মানুষের ভিড়ে শপিং মলের এসি, টয়লেট, লিফট, ফুডকোর্ট, টাকা-পয়সা লেনদেনের সময় সংক্রমণের ঝুঁকি রয়েছে।

* আপনি ট্রায়ালের জন্য যে পোশাকটি গায়ে তুলেছেন সেটিও হয়তো কিছুক্ষণ আগে কোনও করোনা রোগী ট্রায়াল দিয়ে থাকতে পারেন।

* দরদাম করে কেনাকাটায় অভ্যস্ত বাংলাদেশের মানুষকে সাধারণত অনেক কথা বলতে হয়। দোকানের বদ্ধ পরিবেশে সংক্রমণ ছড়াতে পারে বৈকি।

* শপিং ও ভ্যানিটি ব্যাগের মাধ্যমেও সংক্রমণের ঝুঁকি রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে