ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবরঃ বিমান চালু হবে যে মাস থেকে

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৫ ২৩:১৯:৩৩
সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবরঃ বিমান চালু হবে যে মাস থেকে

জুনে অভ্য’ন্তরীন ফ্লাইট চা’লু নিয়ে যা বললো সৌদিয়া এ ব্যাপারে তাদের অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকে একটি টুইট করে সৌদিয়া। সেখানে লেখা ছিল –

অভ্যন্তরীন ফ্লাইট এখনি চালু করছে না সৌদিয়া। আমরা এ ব্যাপারে সকলকে নিশ্চিত করছি যে ইতিমধ্যে বিভিন্ন সৌদি গণমাধ্যমে জুন মাসে সৌদিয়ার ফ্লাইট চালু করা নিয়ে যে সকল সংবাদ ছা’পা হয়েছে সে সকল সংবাদ সত্য নয়। সৌদিয়ার ফ্লাইট চালুর ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত যথাসময়ে নিবে সৌদিয়া কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার বিভিন্ন গণমাধ্যমে সৌদিয়ার ওয়েবসাইটে ১ জুন থেকে অভ্য’ন্তরীন ফ্লাইট বু’কিং দেওয়া যাচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছিল।

গত রবিবার সৌদি আরব সরকার দেশের সকল অভ্যন্ত’রীন ও আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তি ঘো’ষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়।কো’ভিড-১৯ মহামা’রী রো’ধে এই পদক্ষে’প নিয়েছে সৌদি সরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে