ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সৌদি আরবে বসবাসকারী সকলের জন্য দারুন সুখবরঃ নতুন যে ঘোষণা দিল ধর্ম মন্ত্রণালয়

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৪ ২২:০৬:২১
সৌদি আরবে বসবাসকারী সকলের জন্য দারুন সুখবরঃ নতুন যে ঘোষণা দিল ধর্ম মন্ত্রণালয়

বিবৃ’তিতে বলা হয়েছে, মানুষের জীবনের নি’রাপত্তার স্বার্থেই মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর সাময়িক নি’ষেধা’জ্ঞা জা’রি করা হয়েছে।

কেননা, ইসলাম মানুষের জীবনের নি’রাপ’ত্তার বিষয়টি সবকিছুর ওপর প্রাধান্য দেয়।

কবে নাগা’দ এ নিষে’ধা’জ্ঞা তুলে নেওয়া হবে, সে বিষয়ে ওই বি’বৃতিতে বলা হয়েছে, কিছু গণমাধ্যম শিগগিরই এই নিষেধা’জ্ঞা তুলে নেওয়া হবে বলে বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করছে, যা সঠিক নয়। এসব সংবাদের কোনও অফিসিয়াল ভিত্তি নেই।

এতে আরও বলা হয়, নিষে’ধা’জ্ঞা প্র’ত্যাহারের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে করো’নাভা’ইরাস পরিস্থি’তির ওপর। এ বিষয়ে চূড়া’ন্ত সিদ্ধান্ত নেবেন সৌদি আরবের বাদশাহ। তিনি স্বাস্থ্য বিভাগ, ধর্মীয় বিশেষজ্ঞ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিবৃ’তিতে সৌদি আরবের ধর্মমন্ত্রী বলেন, মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর জা’রিকৃত নি’ষেধা’জ্ঞা প্র’ত্যাহার করে নিতে আমরা খুবই উদ’গ্রী’ব। আশা করি, ক’রোনাভা’ইরাস মহা’মা’রীর অব’সান হলে খুব শিগগিরই এই নি’ষেধা’জ্ঞা তুলে নেওয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে