ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

করোনা ভাইরাসঃ জেনে নিন সবচেয়ে বেশি আক্রান্ত দেশে যে অঞ্চলে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৪ ১৮:১০:৩৪
করোনা ভাইরাসঃ জেনে নিন সবচেয়ে বেশি আক্রান্ত দেশে যে অঞ্চলে

যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকা সিটিতে। দেশের মোট আক্রান্তের অর্ধেকের বেশিই ঢাকার বাসিন্দা। ঢাকা সিটিতে করোনায় আক্রান্ত ৫৭ দশমিক ৩৬ শতাংশ। সোমবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আক্রান্ত রোগী শনাক্ত দিক থেকে ঢাকা বিভাগের পরে যথাক্রমে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অবস্থান। ঢাকা বিভাগের মধ্যে জেলা হিসেবে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগে কুমিল্লা জেলায়, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলায়, বরিশাল বিভাগে বরিশাল জেলায়, খুলনা বিভাগে যশোর জেলায়, রংপুর বিভাগে রংপুর জেলায়, সিলেট বিভাগে হবিগঞ্জ জেলায়, রাজশাহী বিভাগে জয়পুরহাট জেলায় আক্রান্ত রোগী শনাক্ত সবচেয়ে বেশি।’

তিনি আরো বলেন, ‘মোট আক্রান্ত রোগীর মধ্যে ৬৮ শতাংশ পুরুষ। ৩২ শতাংশ নারী। মোট মৃত্যুর মধ্যে ৭৩ শতাংশ পুরুষ। ২৭ শতাংশ নারী।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে