ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

করোনা ভাইরাসেঃ টিকা তৈরির তথ্য চুরির চেষ্টায় চীন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৪ ১৬:০২:৩৪
করোনা ভাইরাসেঃ টিকা তৈরির তথ্য চুরির চেষ্টায় চীন

এদিকে যুক্তরাষ্ট্রে বহু কর্মকর্তা মনে করেন, চীন সবার আগে এই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা শুরু করেছে। অন্য দেশগুলো টিকা আবিষ্কারের পথে যতদূর এগিয়ে গেছে, সেই তথ্যও চীন চুরি করার চেষ্টা করতে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন- দেশ দু'টি জানে যে দেশই করোনাভাইরাসের টিকা প্রথমে আবিষ্কার করতে পারবে, সে দেশই বিশ্বে ছড়ি ঘোরাবে। তবে চিকিৎসক থেকে শুরু করে বিজ্ঞানিরা মনে করছেন, এই দৌড়ে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন অনেকটাই এগিয়ে।

এদিকে গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার দেশের গবেষকদের প্রচেষ্টায় চলতি বছরের শেষের দিকে টিকা আবিষ্কার হয়ে যাবে।

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৮০ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়েছে ৭৭ হাজার ৭৭৬ জন এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৮১ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন এবং মারা গেছে ৬৮ হাজার ৫৯৮ জন। সেরে উঠেছে মাত্র এক লাখ ৭৮ হাজার ২৬৩ জন।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ