ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

বেতনের টাকা দিয়ে দিনমজুরের সেহরি করালেন পুলিশ সদস্য

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০৩ ২৩:২১:২৯
বেতনের টাকা দিয়ে দিনমজুরের সেহরি করালেন পুলিশ সদস্য

করোনাভাইরাসের কারণে ব’র্তমানে বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরা। নিজেরা রান্না করে খাওয়ার মতো ব্যবস্থাও নেই তাদের। এ কথা জানতে পেরে ফরিদপুরের এসপি আলিমুজ্জামানের নির্দেশে তাদের জন্য এ ব্যবস্থা। ফরিদপুর পুলিশ লাইনের আরও (রির্জাভ অফিসার) মো. আনোয়ার হোসেন জানান,

শহরের গোয়ালচামট মাইক্রোস্ট্যান্ড, ন’তুন বাসস্ট্যান্ড ও ফ’মেক হাসপাতালের সামনে ফু’টপাতে রাতযাপন করেন এসব দিনমজুর। এ’দের বাড়ি দেশের উ’ত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কৃষি ও গৃহস্থালির নানা কাজে দিনভিত্তিতে শ্রম বি’ক্রি করতে

এরা প্রতিবছরই ফরি’দপুরে আসে। এবার করোনার কারণে কাজকর্মসহ খাবার সঙ্কট পোহাচ্ছেন তারা। তিনি বলেন, কয়েকদিন ধরে সেহেরির সময় পু’লিশের পক্ষ থেকে তাদের মাঝে রা’ন্না করা খা’বার দিয়ে আসা হচ্ছে।

তাদের সে’হেরি খাইয়ে তারপরই আমরা সেখান থে’কে যাই। এসব দিনমজুরেরা রোজা রাখছেন একথা জানতে পেরে ‘স্যার আমাদের নি’র্দেশ দিয়েছেন তাদেরকে সে’হেরি খা’ওয়ানোর ব্যবস্থা করতে। তা’রপর গত ২৮ এপ্রিল থেকে প্র’তিরাতেই পু’লিশ সদস্যরা এ কাজ করছি। পুরো রমজান মাসেই আমরা তাদেরকে এ’ভাবে সেহেরি খাওয়ানোর আশা’ রয়েছে।

ফরিদপুরের অ’তিরিক্ত এসপি (ডিএসবি) মো. সাইফু’জ্জামান বলেন, কয়েকদিন আগে ব’গুড়ার জ’য়পুর এলাকার একজন দিন’মজুর জানা’ন যে তারা সে’হেরির সময় খাবারের ক’ষ্ট করছেন। বিষয়টি জানতে পেরে ত’ৎক্ষণিক তিনি বিষয়টি খোঁজ-খব’র নেয়ার জন্য রি’জার্ভ অফিসারকে দায়িত্ব দেন।

তিনি বলেন, আমরা তাদের জন্য প্রথ’মে দু’টি বস্তায় খাদ্য সহায়তা নিয়ে গেলে তারা জানায় যে তাদের রা’ন্না করার ব্যবস্থা এমন’কি খাবারের থা’লাও নেই। তারপর থেকেই এভাবে তাদের জন্য রান্না করে খাবার দিয়ে আসা হচ্ছে। পু’লিশ সদস্যরা তাদের খাইয়ে তারপর সেখান থেকে ফি’রেন।

মো. সাইফুজ্জামান বলেন, দু’স্থদের মা’নবিক সহা’য়তা করার জন্য আমাদের কাছে সরকারি বরা’দ্দ আসে না। তারপরও প্র’তিদিন অনেক অ’সহায় মানুষ সহায়তার জন্য আমাদের অফিসে আসেন। আমরা নিজেদের বে’তন থেকে অ’র্থ সংগ্রহ করে তাদের জন্য কিছু করার চেষ্টা’ করছি। এর আগে ৭০০ মানু’ষকে আমরা মানবিক সহা’য়তা দিয়েছি। যদিও ব্যাপক পরিসরে আমরা তাদের সহায়তা করতে পারছি না।

দুস্থদের মাঝে মানবিক স’হায়তায় এগিয়ে আ’সার পাশাপাশি করোনাভাইরাসের সংক্র’মণের ঝুঁ’কির ব্যাপারে জনগণকে সচেতন করতে ফরিদপুরে জেলা পুলিশ ‘এর আগে মো’ড়ে মোড়ে উদ্বুদ্ধকরণ সংগীত’ পরিবেশনের পাশাপাশি বি’ভিন্ন সড়কে করো’নাভাইরাসের ছ’বি সম্বলিত আ’ল্পনা আঁ’কে। পুলিশের এসব মানবি’ক ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের ব্যাপক প্র’শংসা করেন সাধারণ জনগণ। তাদের মাঝে এসব কর্মকা’ণ্ড ব্যাপক সাড়া ফেলে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে