ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

দারুন সুখবরঃ এক দিন পরেই কপাল খুলতে যাচ্ছে মালেশিয়ার প্রবাসীদের

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০২ ২০:৪৯:৫৫
দারুন সুখবরঃ এক দিন পরেই কপাল খুলতে যাচ্ছে মালেশিয়ার প্রবাসীদের

দিনটি ছিলো ২৫শে জানুয়ারি-২০২০” শনিবার। এই দিনেই মালেশিয়াতে ৪ জন করোনা ভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয়।

সেদিন থেকেই শুরু পরে আস্তে আস্তে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়তেই থাকে,

সাথে সাথে মৃত্যুর সংখ্যা বেড়ে যেত থাকে, মানুষের ভেতর ভয়-ভীতি ও কাজ-কর্মের প্রতি অনিহা চলে আসে। একপর্যায় ১৭ ই মার্চ-২০ মঙ্গলবার যখন দেশটিতে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা যকন হঠ্যাৎ বেড়ে ৬৭৩ এবং ঔ দিনেই নতুন রোগীর সংখ্যা ১২০ মারা যাই ২ জন।তখনই দেশটির সরকার ঘোষণা করে দেন পরবর্তী ১৪ দিনের জন্য লগডাউন, (১৭ই মার্চ-৩১শে মার্চ)যা চলবে ৩১ শে মার্চ-২০ পর্যন্ত, ৩১শে মার্চের আগে অবস্থার উন্নতি না হওয়াই দ্বিতীযবারের মত ঘোষণা দেন লগডাউনের যা চলবে (১লা এপ্রিল-১৪ই এপ্রিল) এপ্রিল এর ১৪ তারিখ পর্যন্ত।

দ্বিতীয় বারের লগডাউনেউ করোনা ভাইরাসের আশানুরুপ উন্নতি না হওয়া মালেশিয়াতে দেশটির সরকার তৃতয়িবারে মত লগডাউন ঘোষণা করেন এপ্রিল ১৪ তারিখ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত।তৃতীয়বার লগডাউন এর পর অথ্যাৎ এপ্রিলের শেষের দিকে মালেশিয়াতে করোনার রোগির ও মৃত্যুর সংখ্যা কমে আসায়, টানা ১ মাস ১৬ দিন লগডাউন এর পরে দেশটির সরকার শর্ত স্বাপেক্ষে লগডাউন তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে, মালেশিয়ার স্থানীয় নাগরিক ও এদেশের সকল প্রবাসীরা স্বস্তির নিশ্বাস নিতে পারবে এবং সবকিছুই আবার স্বাভাবিকভাবে চলবে যেটা সবার কাছে কল্পনার মত লাগছে।

আর এটা বাস্তবায়ন হবে আগামী মে-২০ মাসের ৪ তারিখ সোমবার থেকে। খুলবে সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত, ফ্যাক্টরি, কলকারখানা, চলবে ট্রেন, চলবে বাস। তবে এরই মধ্যে কিছু কারখানা খুলে দিয়েছে বলে জানা যায়। তবে সরকারিভাবে শর্ত স্বাপেক্ষে আগামী ৪ঠা মে থেকে উঠিয়ে দেবা হবে লগডাউন।টানা দীর্ঘদিন পর মালশিয়ার প্রবাসীরা আবার ফিরবে তাদের নিজ নিজ কর্মস্থলে।মালেশিয়ার করোনা ভাইরাসের অবস্থার উন্নতি হলেও মনটা তেমন খুশি ও মুখে হাসি নেই এজন্য যে, আমার আসল পরিচয় আমার সোনার বাংলা, এই মাতৃভূমিতেই রয়েছে আমার মা-বাবা, ভাই-বোন পরিবার পরিজন, দেশের করোনার পরিস্থিতি বেড়েই চলছে ! প্রবাস থাকলেও মনটা পড়ে রয় মাতৃভূমির বুকে। খোজঁ-খবর নিয়ে জানলাম তারা ভালো নেই।মহান মালিক পৃথিবীর সকল দেশ থেকে এই মহামারি করোনার ছোবল থেকে আমাদের রক্ষা করুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে