ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রে এখন থামেনি করোনার থাবা, ৪ বাংলাদেশির মৃত্যু সহ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ হাজার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০২ ১১:১২:৫২
যুক্তরাষ্ট্রে এখন থামেনি করোনার থাবা, ৪ বাংলাদেশির মৃত্যু সহ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ হাজার

শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিনে দেশটিতে প্রায় ৩৬ হাজার মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এদিকে করোনা মহামারি ঠেকাতে জরুরি প্রয়োজনে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। গুরুতর রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটি।

এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখের নিচে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ওষুধটি ব্যবহারের বিষয়ে আলোচনা করেছি। তাদের সবারই এটাতে সম্মতি রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে একসাথে কাজ করবো আমরা। এর ব্যবহারে আগামীতে মৃতের সংখ্যা কমে আসবে বলে মনে করছি।

এদিকে লকডাউন তুলে নেয়ার দাবিতে শুক্রবারও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। এরমধ্যে মিশিগানে হয়ে যাওয়া সশস্ত্র বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন খোদ ট্রাম্প।

এক টুইট বার্তায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে মিশিগানের গভর্নরের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে