ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

অবশেষে করোনার মধ্যেই গাড়ি চলাচলের দিন ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০১ ২০:১৩:১০
অবশেষে করোনার মধ্যেই গাড়ি চলাচলের দিন ঘোষণা

জানা যায়, দূর পাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল এখনই চালু করা হবে না। যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং সরকার ‘লকডাউন’ শিথিল করে নেয় তাহলে শুরুতে শুধু ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি দেয়া হতে পারে। এর পর ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাস চলাচল শুরু করা হবে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির মধ্যে গণপরিবহন চালু হবে কি না অথবা চালু হলে তা কোন পর্যায়ে থাকবে, তেমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ৫ মে ‘লকডাউন’ শিথিল হওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। তবে পুরোটাই সরকারের ওপর নির্ভর করছে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সীমিত পরিসরে গণপরিবহন চালুর চিন্তা হলেও এতে করে কতটা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এমন সংকটময় পরিস্থিতিতে অত্যন্ত ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। নয়তো দেখা যাবে, গণপরিবহন চালুর কারণে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে গেছে। তাছাড়া দেশে মে মাসে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।

সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, শিগগিরই গণপরিবহন চালু হতে পারে, এমন কোনো খবর আমার জানা নেই। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে হয়তো এমন সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া এই মুহূর্তে গণপরিবহন চালু না করাটাই ভালো হবে। কারণ বাসে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে