ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

দেশে করোনা নিয়ে দুঃসংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ০১ ১৭:৫৫:৩৭
দেশে করোনা নিয়ে দুঃসংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরো ২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৭০ জন। অন্যদিকে সুস্থ হয়েছে ১৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। এর বাইরে করোনায় আক্রান্ত শনাক্তদের মধ্যে আরো ৮০০ জন সুস্থ আছে। তাদের শরীরে করোনায় কোনো লক্ষণ-উপসর্গ নেই।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘এ নিয়ে ১৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখানে আমি উল্লেখ করতে চাই, আমাদের করোনা শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন, অর্থাৎ তাদের শরীরে করোনার কোনো লক্ষণ-উপসর্গ নেই। কিন্তু তাদের পরপর যে দুটি টেস্ট করতে হবে; সেক্ষেত্রে কারো কারো একটা টেস্ট করা হয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে একটিও টেস্ট হয়নি। কারণ এটা সময়সাপেক্ষ।’

তিনি আরো বলেন, ‘সাধারণত লক্ষণ-উপসর্গ একেবারে অনুপস্থিত থাকলেই কেবল আমরা এই রিপিট টেস্টগুলো করি। এই ৮০০ ব্যক্তির অনেকেই হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকেই নিজ নিজ বাড়িতে রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে