এবার করোনার উৎপত্তি নিশ্চিত করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা
![এবার করোনার উৎপত্তি নিশ্চিত করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা](https://www.24updatenews.com/thum/article_images/2020/05/01/manob.jpg&w=315&h=195)
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরেছে।
সেই সঙ্গে সংস্থাটি বলেছে, এই মহামারীর উৎস আক্রান্ত পশু না চীনা ল্যাবে দুর্ঘটনা, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের বিবৃতিতে বলা হয়েছে, বিস্তৃত বৈজ্ঞানিক ধারণার সঙ্গে গোয়েন্দা সম্প্রদায় একমত যে, কোভিড-১৯ ভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত নয়। আক্রান্ত পশু বা উহানের ল্যাবে দুর্ঘটনায় ভাইরাসটির বিস্তার সম্পর্কে যে তথ্য সামনে আসছে তা কঠোরভাবে খতিয়ে দেখবে গোয়েন্দা সম্প্রদায়।
চীনের ল্যাব থেকে দুর্ঘটনাবশত করোনার বিস্তার সম্পর্কে এই মাসের শুরুতে ট্রাম্প দাবি করেছেন, ‘বারবার এবং বারবার আমরা এ ঘটনার কথা শুনছি’।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা উত্তর জানি না। কারণ, চীন আমাদের জানাচ্ছে না। আমি মনে করি এটি হতে পারে’। অন্য দেশের বিশেষজ্ঞদের চীনা ল্যাবে প্রবেশের অনুমতির জন্য চাপ দিয়ে তিনি বলেছেন, ‘যাতে ভাইরাসটির উৎস সম্পর্কে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি’।
বিজ্ঞানীরা বলছেন, এ ভাইরাস স্বাভাবিকভাবেই বাদুড়ে জন্ম নেয়। তবু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চীনা সায়েন্স অ্যাকাডেমি পরিচালিত একটি ইনস্টিটিউটের দিকে আঙুল তুলছেন। ওই প্রতিষ্ঠানটি সার্স ভাইরাসের উৎস, নতুন ব্যাট ভাইরাসের সন্ধান ও কীভাবে তা মানুষে সংক্রমিত হয় তা নিয়ে গবেষণায় বড় ধরনের সাফল্য পেয়েছে।
বেইজিংয়ে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ২০১৮ সালে উহানের ল্যাবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে দুই বছর পরও ল্যাব থেকে কোনও ভাইরাস ছড়ানোর প্রমাণ হাজির করা হয়নি।
বৃহস্পতিবার চীন জানিয়েছে, ল্যাব থেকে করোনাভাইরাস বিস্তারের দাবি ভিত্তিহীন ও সম্পূর্ণরূপে মনগড়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং ইনস্টিটিউটের পরিচালক ইউয়ান ঝিমিংকে উদ্ধৃত করে বলেন, ল্যাবটি কঠোরভাবে বায়োসিকিউরিটি প্রক্রিয়া বাস্তবায়ন করে। ফলে এতে ভাইরাস অণুজীবের ছড়িয়ে পড়া ঠেকাবে।
জেং বলেন, আমি আবারও বলতে চাই, ভাইরাসের উৎস বের করা একটি জটিল বৈজ্ঞানিক বিষয় এবং তা বিজ্ঞানী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের গবেষণা করা উচিত।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ১৪৪ ধারা জারি
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যুক্ত হচ্ছে আরও ৪ ক্রিকেটার
- বাংলাদেশের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় নতুন বার্তা
- বিপিএল শেষ, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- ভিসা বন্ধ ঘোষণা
- লাখ টাকা পারিশ্রমিক নিলেন জেমি নিশাম
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ বনাম ভারত, দেখেনিন সূচি
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট