ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

করোনা ভাইরাসঃ সৌদিতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ৩০ ২২:৫১:৫৯
করোনা ভাইরাসঃ সৌদিতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। গত একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয় দেশটির রাজধানী রিয়াদে, ৪৪০ জন। রিয়াদের পরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মক্কায়, ৩৯২ জন। এরপর পরের অবস্থানে রয়েছে জেদ্দা। সেখানে শনাক্ত হয়েছে ১২০ জন।

এদিকে, সৌদি সরকার করোনার বিস্তার ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটিতে স্থানীয়দের চেয়ে বিভিন্ন দেশের অভিবাসী নাগরিকদের করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রবাসীদের বাসায় বাসায় গিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং করোনা সংক্রান্ত নির্দেশনাবলি সবার সামনে তুলে ধরছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপান্তরিত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৩২ লাখ ৪৯ হাজার ৫৯৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ২৯ হাজার ৪৩৬ জনের। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ১৭ হাজার ৪৩৬ জন মানুষ।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ